ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪

গুগলে বাঙালির বর্ষবরণ

বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। গুগলের হোমপেজে বাংলা বর্ষবরণের বিশেষ এই ডুডল প্রদর্শিত হচ্ছে।


বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল।


এবারের ডুডলে কাগজের তৈরি নকশা করা মুখোশের ওপর রং-তুলির আঁচড় দিতে দেখা যায়। লাল, হলুদ, মেরুন, সবুজসহ বাহারি রঙে মুখোশকে সাজানো হয়। সাধারণত মঙ্গল শোভাযাত্রায় এ ধরনের মুখোশ ব্যবহার করা হয়ে থাকে।


প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার বাংলা বর্ষবরণের কোনো আয়োজন করা হয়নি। তবে অনলাইনে, ভার্চুয়ালি নানা আয়োজনে বাঙালি জাতি বরণ করে নিচ্ছে নতুন বছর।

ads

Our Facebook Page